লোকালয় ২৪

বিসিক শিল্প নগরীর বিপুল পরিমাণ সরকারী কাঠগাছ কেটে বিক্রয়ের অভিযোগ

বিসিক শিল্প নগরীর বিপুল পরিমাণ সরকারী কাঠগাছ কেটে বিক্রয়ের অভিযোগ

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকার সরকারী বিপুল পরিমাণ কাঠগাছ অবৈধভাবে কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে বিসিক শিল্প নগরীর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে।

জানা যায়, বিপুল পরিমাণ রোপণকৃত কাঠগাছ কারো অনুমতি ছাড়া কেটে বিক্রি করে দেন। এ ব্যাপারে বিসিক শিল্প নগরীর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছগুলো মরে যাওয়ায় কেটে বিক্রি করেছি।

প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, বিপুল পরিমাণ আকাশী ও মেহগণিসহ বেশ কয়েকটি গাছ ছিল। আমরা সেই গাছে নিচে অনেক সময় ছায়া নিতাম। সম্প্রতিক সেই গাছগুলো জাহাঙ্গীর আলম সরকার কেটে বিক্রি করেছে বলে অনেকেই নানান গুঞ্জন করছেন।

এ ব্যাপারে বন সম্প্রসারণ জনৈক কর্মকর্তার সাথে আলাপের ফলে যানা যায়, সরকারী কোন গাছ কর্তন ও বিক্রয় করলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হয়।

জনসাধারণের মাঝে এ নিয়ে দেখা দিয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। তিনি কার অনুমতিতে এই রোপনকৃত কাঠগাছ কেটে অন্যত্র বিক্রি করে দেড় লক্ষাধীক টাকা হাতিয়ে নেন।

বিসিক শিল্প নগরীর বিপুল পরিমাণ সরকারী কাঠগাছ কেটে বিক্রয়ের অভিযোগ