সংবাদ শিরোনাম :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা: করোনা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১০২ ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: করোনা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১০২ ভ্যাকসিন

lokaloy24.com

লোকলয় ডেস্কঃ  মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ১০২টি ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ চলছে। এর মধ্যে ৮টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়া প্রতিষেধকের মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একটি করে প্রতিষেধক তৈরির কাজ চলছে। জার্মানি ও ব্রিটিশ কোম্পানি যৌথভাবে অন্যটি তৈরি করছে।

কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন প্রথম মানবদেহে প্রয়োগ হয় ১৬ মার্চ। সেটি ছিল আমেরিকান ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এর তৈরি। এছাড়া যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ২৩ এপ্রিল একটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে মানুষের শরীরে।

এদিকে চারদিন নতুন করে যুক্ত হয়েছে চীনের একটি প্রতিষেধক। তবে তা মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা পরিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য অন্য ৭টি মানবদেহে প্রয়োগ করা হয়েছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষেধক নিয়ে বেশ আশাবাদী গবেষকরা, তাদের আশা জুনেই আসবে এই পরীক্ষার ফলাফল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com