বিশ্ব রেকর্ডের পথে তামিম

বিশ্ব রেকর্ডের পথে তামিম

স্মিথের বিপিএল খেলা নিয়ে জটিলতা
স্মিথের বিপিএল খেলা নিয়ে জটিলতা

আন্তর্জাতিক ক্রিকেটে আজ ১২ হাজার রান পূর্ণ হয়ে গেল তামিম ইকবালের। ৩৯ রান বাদে পুরোটাই করেছেন ওপেনারের ভূমিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে রান বিবেচনায় ১৪তম সফল ওপেনার তামিম।

ক্যারিয়ারের শুরুর দিকে জয়াসুরিয়া-গেইল-শেবাগদের দর্শনে বিশ্বাসী ছিলেন। ধীরে ধীরে পরিণত তামিম ইকবাল এখন অনেকটাই ক্ল্যাসিক ঘরানার ওপেনার। পরিণত তামিম এখন ধারাবাহিকতার প্রতিচ্ছবিও। আর এই ধারাবাহিকতা দিয়ে আরেক ক্ল্যাসিক ওপেনার সাঈদ আনোয়ারের একদম কাছে পৌঁছে গেলেন।

আজ ফিফটির পরপরই আউট হয়েছেন। ততক্ষণে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান হয়ে গেছে ১২০০৩। ক্যারিয়ারের একটা ইনিংসেই পাঁচে ব্যাটিং করেছেন, সেটিও নিয়মের ফেরে পড়ে, গত দক্ষিণ আফ্রিকা সফরে। সেই ইনিংসে ৩৯ রান করায় ওপেনার হিসেবে তামিমের রান ১১ হাজার ৯৬৪। এটি তিন ধরনের ক্রিকেট মিলিয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম রানের বিচারে ১৪তম ব্যাটসম্যান! কম বড় অর্জন তো নয়!

এখনো আরও দীর্ঘ পথ পড়ে আছে ২৯ বছর বয়সী তামিমের জন্য। তামিম যত এগোবেন, ততই পথের পাশে একেকটি মাইলফলকে আঁকা বড় নাম দেখতে পারবেন। যেমন আর ১৫০ রান করলেই তামিম পেরিয়ে যাবেন সাঈদ আনোয়ারকে। সুনীল গাভাস্কারকে পেরিয়ে যেতে দরকার ২৯৫ রান। ওপেনার হিসেবে ১২ হাজার ৪৮১ রান করা গর্ডন গ্রিনিজও খুব বেশি দূরে নেই।

এই ধাপ পেরিয়ে গেলে তামিমের সামনে থাকবে ওপেনার হিসেবে ১৪ হাজারি ক্লাবে থাকা ম্যাথু হেইডেন, ১৫ হাজারি ক্লাবের দুই সদস্য শচীন টেন্ডুলকার আর অ্যালিস্টার কুক। ১৬ হাজারি ক্লাবে আছেন গ্রায়েম স্মিথ, ডেসমন্ড হেইনস, বীরেন্দর শেবাগেরা। এঁদের ঠিক ওপরে ক্রিস গেইল। আর রানের দিক দিয়ে ওপেনার-কুল শিরোমণি সনাৎ জয়াসুরিয়া।

বয়স বিবেচনায় তামিম আরও দুটি বিশ্বকাপ খেলতেই পারেন। সামনের এই পথচলার দিকে অনুপ্রেরণা পেতে তামিম একটু পেছন ফিরে তাকাতেও পারেন। এরই মধ্যে ওপেনার হিসেবে তিনি পেছনে ফেলেছেন গ্রাহাম গুচ, হার্শেল গিবস, তিলকারত্নে দিলশান, মার্ক টেলর, মার্কাস ট্রেসকোথিকদের!

সাবাশ তামিম!

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের রান
ব্যাটসম্যান রান ১০০ ৫০
সনাৎ জয়াসুরিয়া ১৯২৯৮ ৪১ ৯৫
ক্রিস গেইল ১৮০৬১ ৪০ ৯৭
গ্রায়েম স্মিথ ১৬৯৫০ ৩৭ ৮৮
ডেসমন্ড হেইন্স ১৬১২০ ৩৫ ৯৬
বীরেন্দর শেবাগ ১৬১১৯ ৩৬ ৬৭
শচীন টেন্ডুলকার ১৫৩৩৫ ৪৫ ৭৫
অ্যালিস্টার কুক ১৫১১০ ৩৬ ৭৪
ম্যাথু হেইডেন ১৪৮২৫ ৪০ ৬৬
গর্ডন গ্রিনিজ ১২৪৮১ ৩০ ৬৫
গ্যারি কারস্টেন ১২৩৭৩ ২৭ ৭৩
ডেভিড ওয়ার্নার ১২২৭০ ৩৫ ৫৮
সুনীল গাভাষ্কার ১২২৫৮ ৩৪ ৬৭
সাঈদ আনোয়ার ১২১১৩ ৩১ ৬২
তামিম ইকবাল ১১৯৬৪ ২০ ৭৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com