বিশ্বের ৩য় ধনী এখন মার্ক জুকারবার্গ

বিশ্বের ৩য় ধনী এখন মার্ক জুকারবার্গ

বিশ্বের ৩য় ধনী এখন মার্ক জুকারবার্গ
বিশ্বের ৩য় ধনী এখন মার্ক জুকারবার্গ

লোকালয় ডেস্কঃ ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী হলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যাওয়ায় সম্পদের মূল্যে বাফেটকে টপকে গেছেন জাকারবার্গ। এখন তাঁর সামনে আছেন শুধু আমাজন ডটকমের জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ নিয়ে বিশ্বের শীর্ষ তিন ধনীর প্রত্যেকেই প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

বর্তমানে জাকারবার্গের (৩৪) সম্পদের পরিমাণ ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের (৮৭) চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বেশি।

ফেসবুকে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার ফল পেলেন জাকারবার্গ। অবশ্য গত মার্চ মাসে প্রাইভেসি সমস্যায় নিয়ে ফেসবুকের শেয়ারের দাম আট মাসের মধ্যে সবচেয়ে কমে (১৫২ দশমিক ২২ মার্কিন ডলার) নেমে গিয়েছিল। তবে গতকাল শুক্রবার ফেসবুকের শেয়ারের দাম ওঠে ২০৩ দশমিক ২৩ মার্কিন ডলার।

বিশ্বের একসময়ের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট দাতব্য প্রতিষ্ঠানে দানের কারণে সম্পদশালীর তালিকায় পিছিয়ে পড়েছেন। ২০০৬ সাল থেকে তিনি দাতব্যকাজে যুক্ত হন। বিল গেটসের প্রতিষ্ঠা করা গেটস ফাউন্ডেশনে ২৯ কোটি বার্কশায়ার হ্যাথওয়ে ক্লাস বি শেয়ার দান করেছেন। এ শেয়ারের দাম এখন পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।

মার্ক জাকারবার্গের পক্ষ থেকেও তাঁর সম্পদের ৯৯ শতাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com