লোকালয় ২৪

বিশ্বমঞ্চ থেকে বিদায় সালমারা, বাকি রইল শ্রীলঙ্কার সাথে আনুষ্ঠানিকতা

lokaloy24.com

ভালো গেলো না মেয়েদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়ে ঘটল টানা তৃতীয় হারা। নিউজিল্যান্ডের কাছে হারল ১৭ রানে। এরই সঙ্গে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিশ্চিত হলো সালমাদের।

শনিবার বাংলাদেশ সময় ভোরে মেলবোর্নে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

ছোট লক্ষে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের মধ্যেই টপঅর্ডারের ৫ ব্যাটসম্যান খুইয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর উঠে দাঁড়ানো হয়নি। পরে আর ৩৪ রান তুলতে বাকি ৫ উইকেট হারিয়ে বিধ্বস্ত হন সালমারা।

ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। এছাড়া মুর্শিদা খাতুন ১১ এবং রিতু মনি করেন ১০ রান করে। বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন নিউজিল্যান্ডের জেনসেন। তাকে সমর্থন জোগান ক্যাসপেরেক। উভয়ই ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। বড় স্কোরেরই আভাস দিয়েছিল তারা। কিন্তু ব্যক্তিগত ১২ রানে অধিনায়ক সোফি ডিভাইন বিদায় নিলে ঘটে সর্বনাশ।

এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউই মেয়েরা। শেষ অবধি ৯১ রানে প্যাকেট হয় তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন র‌্যাচেল প্রিস্ট। সুজি বেটসের ব্যাট থেকে আসে ১৫ রান।

বাংলাদেশের হয়ে রিতু মনি নেন ৪ উইকেট। আর সালমা খাতুন ঝুলিতে ভরেন ৩ উইকেট। নিজেদের নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সোমবার মাঠে নামবেন টাইগার মেয়েরা।