লোকালয় ২৪

বিশ্বজুড়ে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসের তাণ্ডব দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আবারও করোনায় আক্রান্তের নতুন রেকর্ড দেখলো বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার প্রায় পাঁচ হাজার জনের প্রাণ গেল করোনায়। এতে মোট প্রাণহানি চার লাখ ২৩ হাজার ৮৪৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১২শ’র মতো মানুষ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। এছাড়া এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯শ’র বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত প্রায় ২১ লাখ। এদিকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চার নম্বরে উঠে গেলো ভারত। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৭৭২ জন আক্রান্ত নিয়ে তারা টপকে গেছে যুক্তরাজ্যকে, যাদের কোভিড-১৯ রোগী এখন পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণ এতদিন আফ্রিকা মহাদেশে ধীরগতিতে হচ্ছিল। তবে সম্প্রতি গতি বৃদ্ধি পেয়েছে বেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে সুবিধাবঞ্চিত মহাদেশটিতে প্রথম ১ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৯৮ দিন। কিন্তু পরবর্তী ১ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ১৮ দিন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।