লোকালয় ডেস্কঃ গত রোববার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনা ছিল তারায় ঝলমলে। এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হলো সেখানে। উপস্থাপনায় ছিলেন মার্কিন শিল্পী কেলি ক্লার্কসন। টেক্সাসের সান্তাফে হাইস্কুলে গত শুক্রবার হামলায় আক্রান্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। সেই রাতটি ঝলমলে হয়ে ওঠে জন লেজেন্ড, ডেমি লোভাটো, এড শিরান ও আরিয়ানা গ্রান্দের পরিবেশনায়। বিলবোর্ড আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন শিল্পী জ্যানেট জ্যাকসন। এই প্রথম বিলবোর্ড কোনো কৃষ্ণাঙ্গ নারীকে এ পুরস্কার দিল।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮ পেয়েছেন যাঁরা:
সেরা শিল্পী: এড শিরান
সেরা নতুন শিল্পী: খালিদ
বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: কামিলা কাব্যায়ো
সেরা পুরুষ শিল্পী: এড শিরান
সেরা নারী শিল্পী: টেলর সুইফট
সেরা দ্বৈত/দল: ইমাজিন ড্রাগনস
সেরা বিলবোর্ড ২০০ শিল্পী: ড্রেক
সেরা হট ১০০ শিল্পী: এড শিরান
সেরা স্ট্রিমিং সংগীতশিল্পী: কেনড্রিক লামার
সেরা সংগীতশিল্পী (বিক্রয়) : এড শিরান
সেরা রেডিও সংগীতশিল্পী: এড শিরান
সেরা রিদম অ্যান্ড ব্লুজ শিল্পী: ব্রুনো মারস
সেরা রিদম-ব্লুজ পুরুষ শিল্পী: ব্রুনো মারস
সেরা রিদম-ব্লুজ নারী শিল্পী: সিজা
সেরা র্যাপ শিল্পী: কেনড্রিক লামার
সেরা র্যাপ পুরুষ শিল্পী: কেনড্রিক লামার
সেরা র্যাপ নারী শিল্পী: কার্ডি বি
সেরা কান্ট্রি মিউজিক শিল্পী: ক্রিস স্টেপলটন
সেরা কান্ট্রি দ্বৈত/দল শিল্পী: ফ্লোরিডা জর্জিয়া লাইন
সেরা রকশিল্পী: ইমাজিন ড্রাগনস
সেরা অ্যালবাম (বিক্রয়) : রেপুটেশন, টেলর সুইফট
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: ২৪কে ম্যাজিক, ব্রুনো মারস
সেরা র্যাপ অ্যালবাম: ড্যামন, কেনড্রিক লামার
সেরা কান্ট্রি অ্যালবাম: ফ্রম আ রুম: ভলিয়াম ১, ক্রিস স্টেপলটন
সেরা রক অ্যালবাম: ইভলভ, ইমাজিন ড্রাগনস
সেরা গান (বিক্রয়) : ‘দেসপাসিতো’
সেরা রেডিও গান: ‘শেপ অব ইউ’, এড শিরান
সেরা কোলাবরেশন: ‘দেসপাসিতো’, লুইস ফনজি, ড্যাডি ইয়াংকি, জাস্টিন বিবার
সেরা রিদম অ্যান্ড ব্লুজ গান: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মারস
সেরা র্যাপ গান: ‘রকস্টার’, পোস্ট ম্যালন
সেরা কান্ট্রি গান: ‘বডি লাইক আ ব্যাক রোড’, স্যাম হান্ট
সেরা রক গান: ‘বিলিভার’, ইমাজিন ড্রাগনস
Leave a Reply