লোকালয় ২৪

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৩০ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪৩০ যাত্রীকে জরিমানা

লোকালয় ডেস্কঃ বিনা টিকিটে ভ্রমণের দায়ে চারটি ট্রেনের ৪৩০ যাত্রীকে ভাড়াসহ দেড়লাখ টাকা জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

শুক্রবার  (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর‌্যন্ত অভিযান চালিয়ে এ অর্থ আদায় করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

ট্রেন চারটি হলো- লালমনিরহাট-ঢাকা-লালমনিহাট লালমনি এক্সপ্রেস (৭৫২-৭৫৩), রংপুর-ঢাকা-রংপুর রংপুর এক্সপ্রেস (৭৭২-৭৭১), দিনাজপুর-ঢাকা-দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮-৭৫৭) ও দিনাজপুর-ঢাকা-দিনাজপুর একতা এক্সপ্রেস (৭০৬-৭০৫)।

লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট শওকত জামিল মোহসি জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ টিকিট না কাটায় জরিমানা বাবদ ৩৯ হাজার টাকা ও ভাড়া বাবদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা।

লালমনিরহাট রেলওয়ের ব্যবস্থাপক নাজমুল ইসলাম, টিকিট পরিদর্শক নুর আলম, ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) সহির উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন।