লোকালয় ডেস্কঃ বিনা টিকিটে ভ্রমণের দায়ে চারটি ট্রেনের ৪৩০ যাত্রীকে ভাড়াসহ দেড়লাখ টাকা জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
শুক্রবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ অর্থ আদায় করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।
ট্রেন চারটি হলো- লালমনিরহাট-ঢাকা-লালমনিহাট লালমনি এক্সপ্রেস (৭৫২-৭৫৩), রংপুর-ঢাকা-রংপুর রংপুর এক্সপ্রেস (৭৭২-৭৭১), দিনাজপুর-ঢাকা-দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮-৭৫৭) ও দিনাজপুর-ঢাকা-দিনাজপুর একতা এক্সপ্রেস (৭০৬-৭০৫)।
লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট শওকত জামিল মোহসি জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ টিকিট না কাটায় জরিমানা বাবদ ৩৯ হাজার টাকা ও ভাড়া বাবদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা।
লালমনিরহাট রেলওয়ের ব্যবস্থাপক নাজমুল ইসলাম, টিকিট পরিদর্শক নুর আলম, ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) সহির উদ্দিন অভিযানের নেতৃত্ব দেন।
Leave a Reply