সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

lokaloy24.com

লোকালয় ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন, ওই গ্রামের কলেজছাত্র উৎফল কুমার সরকার (১৮) ও তার মা সাধনা রানী (৫০)। স্থানীয়রা জানান, ওই গ্রামের এসএসবি ব্রিকসের জমির ওপর দিয়ে বাঁশের খুঁটির মাধ্যমে ঝুলন্তভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় ওই ইটভাটার পাশের ধানের জমিতে কীটনাশক ওষুধ ছিটাচ্ছিলেন উৎপল। এসময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মা সাধনা রানী ছেলেকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com