সংবাদ শিরোনাম :
বিজিবি: ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেই বাংলাদেশে

বিজিবি: ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেই বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: দেশে ভারতীয় কোন বিচ্ছিন্নতাবাদী নেই বলে বিএসএফকে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গেলো ৩রা সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ৪৭তম সীমান্ত সম্মেলনের এ বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

বিএসএফ মহাপরিচালক ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের অনুসন্ধানে বিজিবিসহ বাংলাদেশি অন্যান্য সংস্থার সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধের প্রেক্ষিতে এমন কোন গোষ্টীর অস্তিত্ব নেই উল্লেখ করে বিজিবি মহাপরিচালক সুস্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশ কখনই তার ভূমি অন্যকোন দেশের বিরুদ্ধে কোন অপরাধী/সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহারের সুযোগ দেয় না।

এছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক হতাহতের ঘটনা এখনো শুন্যের কোঠায় নেমে না আসায় উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। এতে বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে হতাহতের ঘটনা এড়াতে বিএসএফ নন-লিথেল অস্ত্র ব্যবহার করছে এমনকি সশস্ত্র সীমান্ত অপরাধীদের বিপদজনক আক্রমণের শিকার হয়েও বিএসএফ সর্বোচ্চ সহিষ্ণুতা প্রদর্শন ও ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করে যাচ্ছে।

তিনি বলেন, সীমান্ত অপরাধীদের দ্বারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করাসহ তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে হতাহতের ঘটনা শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এবিষয়ে উভয়পক্ষ প্রতিরোধমূলক যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

ইচ্ছাকৃত সীমান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিজ নিজ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং অসতর্কতাবশত সীমান্ত অতিক্রমকারী নাগরিকদের নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তরে উভয়পক্ষ সম্মত হয়েছেন।

উভয় দেশ মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি পাচারের শিকার হওয়া নাগরিকদের দ্রত উদ্ধার করাসহ তাদের পুনর্বাসনে নিজনিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছেন।

বিএসএফ মহাপরিচালক ভারতীয় জাল মুদ্রা পাচার রোধে সহযোগিতা প্রদানের জন্য বিজিবিসহ বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেন। উভয়পক্ষ মাদক, অস্ত্র, স্বর্ণ পাচারসহ সবধরনের চোরাচালান বন্ধে একে অপরের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চোরাচালান রোধের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

সীমান্তে উন্নয়নমূলক অধিকাংশ কাজ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনার মাধ্যমে উভয়পক্ষ পরস্পরের সম্মতি লাভ করায় নিজেদের সন্তুষ্টি ব্যক্ত করেছেন। মহাপরিচালক পর্যায়ের পরবর্তী সীমান্ত সম্মেলন ২০১৯ সালের মার্চ/এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বিএসএফ ও বিজিবি।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা, আইপিএস এর নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com