সংবাদ শিরোনাম :
বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড
বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক- মিথ্যা পরিচয়ে হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করা পুলিশের এএসআই (বরখাস্ত) সাদিকুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, তিন বছর আগে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান ওই পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা তার মিথ্যা পরিচয় দেন। এসময় তার নাম আবদুস সালাম ও পদবি উপপরিদর্শক (এসআই) বলেছিলেন।

এছাড়া বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি দুই হাজার টাকা না দিলে হবে না বলে জানান।

ঘটনার পরদিন ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বিষয়টি নজরে আনলে হাইকোর্ট বেঞ্চ ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন, এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশের পরদিনই তাকে আদালতে হাজির করা হয়, পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com