লোকালয় ডেস্কঃ গণতন্ত্রকে ব্যবহার করে বিএনপি নাশকতা অন্তর্ঘাত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে বিএনপিকে ঠিক করতে হবে। আসলে তারা নির্বাচন গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (৩০ জুন) বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু বলেন, ‘বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। মূলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। যাতে বিচার-আচার বন্ধ হয়ে যায়, যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দণ্ডিত ব্যক্তিরা কারগার থেকে বেরিয়ে আসে।’
তিনি বলেন, ‘অপরাধীদের মুক্তি দেওয়ায় বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে যেকোনো পন্থায় কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে তারা লিপ্ত রয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।