বাড়তি সতর্কতা হবিগঞ্জ সদর হাসপাতালে

বাড়তি সতর্কতা হবিগঞ্জ সদর হাসপাতালে

lokaloy24.com

এস.এম.মানিক: প্রাণঘাতী করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পরামর্শে হবিগঞ্জেও নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। বুধবার সকাল থেকেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব জানান, রোগী ছাড়া অন্য কোনো ব্যক্তি যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যেহেতু করোনা একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই এ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মাসুক আলী জানান, হাসপাতাল এলাকায় প্রতিদিনই বিশাল জনসমাগম হয়। তাই রোগী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত হবিগঞ্জে কোন করোনা রোগী শনাক্ত হয়নি, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান। তবে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯ প্রবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com