বাহুবল একুশে বইমেলায় “হিং টিং ছট” প্রতিযোগিতা

বাহুবল একুশে বইমেলায় “হিং টিং ছট” প্রতিযোগিতা

মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: বাহুবল একুশে বইমেলার তৃতীয় দিনের কর্মসূচীতে বিনোদনমূলক অনুষ্ঠান “হিং টিং ছট” প্রতিযোগিতা দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের দর্শক মাতানো উপস্থাপনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটিতে বিভিন্ন মজাদার পর্ব উৎরে “স্টার অব দ্যা বাহুবল” অর্জন করেছেন উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু। প্রতিযোগিতায় রাজনৈতিক ব্যক্তিত্ব, অফিসার, সাংবাদিক, অফিস সহকারি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ ১০টি ক্যাটাগরিতে ১০ জন প্রতিযোগিকে বিভিন্ন প্রশ্ন-উত্তর উৎরে মূল পর্বে উত্তীর্ণ হন।

এছাড়াও দিনের কর্মসূচীতে সন্ধ্যায় “ বাংলা ভাষায় শুদ্ধ কথন ও লিখন” বিষয়ে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ডিএনআইর সাবেক প্রধান শিক্ষক আব্দাস সাত্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোচনা উপ-কমিটির আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর।

রাত ৭টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও সবশেষে মৌলভীবাজারের জীবনচক্র থিয়েটারের পরিবেশনায় ও সামাদ আজাদের নির্দেশনায় নাটক “ক্ষ্যাপা পাগলের প্যাঁচাল” পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com