বাহুবলে শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিত, শিক্ষার্থীদের ইউএনও অফিস ঘেরাও

বাহুবলে শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিত, শিক্ষার্থীদের ইউএনও অফিস ঘেরাও

বাহুবলে শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিত, শিক্ষার্থীদের ইউএনও অফিস ঘেরাও
বাহুবলে শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিত, শিক্ষার্থীদের ইউএনও অফিস ঘেরাও

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ফুসে উঠেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সহকারী শিক্ষকগণ। এর বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় ঘেরাও করেছে তারা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে উপজেলার হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, হরিতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবু সাঈদ চৌধুরী পঞ্চম শ্রেনীর জনৈক ছাত্রীর গায়ে হাত তুলে শাসন করছিলেন। গায়ে হাত তুলে শাসন করার প্রতিবাদ করেন সহকারী শিক্ষকরা। এ সময় তিনি ৪ জন নারী শিক্ষিকাদের অফিস কক্ষে ডুকিয়ে থালা মেরে দেন।

পরে অাবারও পঞ্চম শ্রেণীর ক্লাসে ডুকে জনৈক ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদেরকে কিল ঘুষি মারেন।

খবর পেয়ে অাশপাশের অভিভাবকরা এগিয়ে এসে প্রধান শিক্ষকের কবল থেকে রুমের থালা খুলে ওউ শিক্ষিকাদের বাহির করেন।

পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এহেন অাচরনে অতিষ্ট হয়ে মিছিল বের করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঘেরাও করে।

হরিতলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অাব্দুল মুছাব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সব সময় ছাত্র ছাত্রীদের গায়ে হাতে মারপিঠ করেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অামার অফিসে অাসছিল, অভিযোগ শুনেছি, কালই তাদেরকে ডাকব ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com