বাহুবলে পতাকা উৎসব অনুষ্ঠিত

বাহুবলে পতাকা উৎসব অনুষ্ঠিত

বাহুবলে পতাকা উৎসব অনুষ্ঠিত
বাহুবলে পতাকা উৎসব অনুষ্ঠিত

নূরুল ইসলাম মনি, বাহুবল, হবিগঞ্জ: জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার প্রতি সম্মানবোধ জগ্রত করার লক্ষ্যে বাহুবলে জাতীয় পতাকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পতাকা উৎসবের উদ্ধোধন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার-এর স ালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেস ক্লাব এর সভাপতি মো. নুরুল ইসলাম নুর, বাহুবল অনার্স কলেজ এর অধ্যক্ষ আব্দুর রব শাহীন, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, হাফিজপুর মহিলা মাদ্রাসার সুপার আবু তৈয়ব মো. নজিব, বাহুবল কাশিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক এমএ রব, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মখলিছুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দিন আফজল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূইয়া, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রণয় চন্দ্র দেব সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার ১০৪টি প্রাথমিক বিদ্যালয় সহ ২৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে একই সাইজ (৫ ঃ ৩) ও মানের জাতীয় পতাকা তুলে দেন। কাল থেকে একযোগে এ পতাকা সকল প্রতিষ্ঠানে উড়ানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com