লোকালয় ২৪

বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু!

স্টাফ রিপোর্টার : বাহুবলে ডাক্তার ও নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে।জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামের রুবেল মিয়ার ৩ দিনের শিশু পুত্র আরিয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিকেল সাড়ে ৩ টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।ওই সময় কর্তব্যরত চিকিৎসক নাঈম শিশু আরিয়ানকে পরীক্ষা নীরিক্ষার পর ভর্তি করেন। এমতাবস্থায় বিকেল সাড়ে ৫ টার দিকে মুখে রক্তক্ষরণ শুরু হয়।বিষয়টি সাথে সাথে কর্তব্যরত নার্সকে অবগত করা হলেও তাতে কর্নপাত করা হয়নি। এ ব্যপারে আরিয়ানের পিতা রুবেল জানান, সময়মত উপযুক্ত চিকিৎসা না দেওয়াতে শিশুটি মারা যায়। সঠিকভাবে রোগ নির্ণয় করার পর চিকিৎসা দেওয়া হলে বাঁচানো যেত।তবে ওই চিকিৎসক জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যের অনুরোধ রাখতে গিয়ে ভর্তি করা হয়েছিল। তাকে সটিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।