লোকালয় ২৪

বাহুবলে চতুর্থবারের মত কুমারী পূজা

বাহুবলে চতুর্থবারের মত কুমারী পূজা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চতুর্থবারের মত কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলার জয়পুর শ্রীশ্রী শচী অঙ্গণধামে এ কুমারী পুজা অনুষ্ঠিত হয়।

এবার কুমারী পূঁজায় পুঁজিতা হয়েছিলেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৯ বছর ২ মাস বয়সী কন্যা শ্রীমতি নমিতা চক্রবর্তী।

নমিতা পাঠানটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। সে এ বছর অপরাধীতা হিসাবে পূজিত হয়েছে।

উল্লেখ্য, কুমারী পূঁজার জন্য ৫ থেকে ১০ বছর বয়সী শিশুকন্যাদের মনোনীত করা হয়ে থাকে। কুমারী পূজাকে ঘিরে বাহুবল উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। শ্রীশ্রী শচী অঙ্গনধাম জয়পুরে মিরপুর বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে ৪র্থ বারের মত কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

পূজায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী।

এতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন কলিকাতার বিশিষ্ট শিল্পীবৃন্দ। সোমবার মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। দুপুরে পদাবলী কীর্ত্তন ও বিকেল ৩টায় ভক্তদের মাঝে আয়োজক কমিটিরি পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী পুজা সম্পন্ন হয়।