সংবাদ শিরোনাম :
বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত

বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত

বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত
বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশি নিহত

প্রবাস সংবাদঃ বাহরাইনের রাজধানী মানামাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভবন ধসের ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

৯ অক্টোবর, মঙ্গলবার রাতে মানামার সালমানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

নিহত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইসমাইলের ছেলে জয়নাল ইসমাইল, চাঁদপুরের কচুয়ার ফজলুল হকের ছেলে আব্দুল হান্নান এবং চাঁদপুরের হাজিগঞ্জের আব্দুর রশিদ বকুলের ছেলে জাকির বকুল।

শ্রম কাউন্সিলর জানান, ধসে পড়া তিন তলা ভবনটিতে প্রায় দেড়শ’ প্রবাসী শ্রমিক বসবাস করতেন। তাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি। কাজ শেষে শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন। অনেকে রান্না করছিলেন। এমন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে তিন তলা ভবনটির একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়।

আহন হন অন্তত ৩১ জন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনটির ভেতর আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে। এ সময় আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

তৌহিদুল ইসলাম বলেন, ‘দূতাবাস থেকে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাহরাইন সরকার অভিবাসীদের জন্য একটি আশ্রয় ব্যবস্থা করার চেষ্টা করছে।’

বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনায় পতিত বাংলাদেশিদের জন্য অস্থায়ী আশ্রয় ও খাবার ব্যবস্থা করছে বলেও জানান শ্রম কাউন্সিলর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com