লোকালয় ২৪

বালু মহালদারদের দখলে মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ

বালু মহালদারদের দখলে মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা এখন বালু রাখার স্থানে পরিণত হয়েছে। এখান থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে বালু সরবরাহ করা হচ্ছে। রাস্তায় অপরিকল্পিতভাবে বালু ফেলে রাখার কারণে বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। সাধারণ জনগণের চলার পথে বাধা সৃষ্টি হচ্ছে।  স্থানীয়দের অভিযোগ, পুলিশসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মোটা অংকের টাকার বিনিময়ে এ অবৈধ কর্মকান্ড পরিচালনা করছে স্থানীয় প্রভাবশালী বালু মহালদার আব্দুস সালাম, সাইফুল, নজরুলসহ ও অন্যান্যরা।

তারা আরো জানান, বালু মহালদাররা প্রভাবশালী হওয়ায় কেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। তাছাড়া প্রশাসনের কর্মকর্তারাও বালু মহালদারদের পক্ষে থাকায় স্থানীয়রা কোন সহায়তা পাচ্ছেন না।

 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি অবগত ছিলেন না। মহাসড়কটি দুই উপজেলার মধ্যস্থানে পড়েছে। তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।