সংবাদ শিরোনাম :
বার্নাব্যুতে এল ক্লাসিকো, শিরোপা জিততে চায় বার্সা

বার্নাব্যুতে এল ক্লাসিকো, শিরোপা জিততে চায় বার্সা

বার্নাব্যুতে এল ক্লাসিকো, শিরোপা জিততে চায় বার্সা
বার্নাব্যুতে এল ক্লাসিকো, শিরোপা জিততে চায় বার্সা

স্পোর্টস্ আপডেট ডেস্ক : আবারো এল ক্লাসিকো। আবারো সেই সান্তিয়াগো বার্নাব্যু। তবে এবার প্রতিযোগিতাটা ভিন্ন। তিনদিন আগে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। আর এবার স্প্যানিশ লা লিগায় কাতালান ক্লাবটির মুখোমুখি হবে গ্যালাক্টিকোরা। রাত পৌনে দু’টায় শুরুটা ম্যাচটি জিতলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। অন্তত স্প্যানিশ ফুটবলের বিশেষজ্ঞরা ধারণা দিচ্ছেন সেটাই।

যদিও এখনো স্প্যানিশ লা লিগার ১৩ ম্যাচ বাকি। বাস্তবে এখনই শিরোপা নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু কাগজে-কলমে সেই সম্ভাবনাটা তৈরি করেছে লিগের পয়েন্ট টেবিল। শীর্ষে থাকা বার্সা রিয়ালের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে। রাতে জিতলে সেই ব্যবধান বেড়ে দাড়াবে ১২’তে। সেক্ষেত্রে শিরোপার রেস থেকে অনেকখানিক ছিটকে পড়বে তৃতীয়স্থানে থাকা রিয়াল। বার্সেলোনার সঙ্গে শিরোপা দ্বৈরথে থাকবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল অ্যাতলেটিকো মাদ্রিদ।

কিন্তু মাদ্রিদের ক্লাবটি বার্সার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে। তাই স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞদের দাবি, এই ৭ পয়েন্টের ব্যবধান মিটিয়ে লা লিগার শিরোপা জেতা অসম্ভব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com