সংবাদ শিরোনাম :
বাবার লাশ রেখে জেএসসি পরীক্ষা দিল মেহেদী

বাবার লাশ রেখে জেএসসি পরীক্ষা দিল মেহেদী

বাবার লাশ রেখে জেএসসি পরীক্ষা দিল মেহেদী
বাবার লাশ রেখে জেএসসি পরীক্ষা দিল মেহেদী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- বাবার লাশ বাড়িতে রেখে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা দিয়েছেন টাঙ্গাইলের মিজাপুর উপজেলার পৌর সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ক শাখার শিক্ষার্থী মেহেদী হাসান (১৪)।

বুধবার (৬ নভেম্বর) মেহেদী মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন কেন্দ্র সচিব মো. মাসুদুর রহমান।

এ ঘটনার পর এসকে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানসহ সকল শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মজিবুর রহমান (৫৮) বুধবার রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঐ রাতেই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মজিবুর রহমান কালিয়াকৈর উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মেহেদীর পরীক্ষা শেষে জানাযা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তার ১ ছেলে ও ১ মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com