লোকালয় ২৪

বাবাকে বিদ্যুতের তারে আটকাতে দেখে এগিয়ে গেল ছেলে, প্রাণ গেল দু’জনেরই

বাবাকে বিদ্যুতের তারে আটকাতে দেখে এগিয়ে গেল ছেলে, প্রাণ গেল দু’জনেরই

লোকালয় ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজার এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে  পুকুরের পানিতে মৃত্যু হয়েছে পিতা-পুত্রের।

সোমবার (১৪ জানুয়ারি) ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফলহারি বজলুর রহমান মাস্টারের বাড়ির দরজা সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা ১নং নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদুয়া হাজী বাড়ির লোক।

সূত্রে জানা যায়, সালাউদ্দিন দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়েছেন। কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় বাড়ি চলে এসে পানির সেচপাম্প চালিয়ে সংসারে হাল ধরেন সালাউদ্দিন মিয়া ও তার একমাত্র সন্তান মাধ্যমিক স্কুলে ৭ম শ্রেণিতে পড়ুয়া মোঃ সৌরভ।

প্রতিদিনের মতো সেচের কাজের অংশ হিসেবে ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফলহারি বজলুর রহমান মাষ্টারের বাড়ির দরজা সংলগ্ন পুকুর পাড়ে বিদ্যুতের নতুন সংযোগের লাইন সংযুক্ত থাকায় ঐ লাইন ধরতে যাওয়ায় প্রথমে বাবা সালাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপর বাবাকে বিদ্যুতায়িত দেখে তাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।