লোকালয় ২৪

বানিয়াচংয়ে সমবায় ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

বানিয়াচংয়ে সমবায় ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

ইয়াসিন আরাফাত মিল্টন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদের ২০১৭-২০১৮ খ্রি: সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় সমবায় সমিতির সদস্যদের সমবায় ব্যবস্থাপনা ও হিসাব সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে গতকাল সকাল ১০ ঘটিকার সময় সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে উপজেলা পরিষদ হল রুমে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ করান উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মিহির চন্দ্র পুরকায়স্ত, মোঃ আবুল কালাম আজাদ, জয়ন্ত লাল বীর, রিপন চন্দ্র দাস প্রমূখ। প্রশিক্ষণে ৫টি সমিতিকে ৫টি বাটার ফ্লাই সেলাই মেশিন, ১শ জনকে ২শ করে টাকা সম্মানী দেওয়া হয়েছে।