সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

বানিয়াচংয়ে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

বানিয়াচংয়ে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা
বানিয়াচংয়ে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা

ইয়াসিন আরাফাত মিল্টন, স্টাফ রিপোর্টার: বানিয়াচং উপজেলার শরীফ খানী গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষের প্রস্তুতিকালে ৯জনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা প্রদান করা হয়েছে। জানা যায়, আরজান নামের এক লোক দুলাল মিয়ার নাতিকে মারধর করলে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। বিষয়টি প্রশাসনকে অবগত করলে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাসহ ৯ জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ম. মামুন খন্দকারের নিকট সৌপর্দ করলে গতকাল দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা প্রদান করা হয়। ৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ২ জনকে অনাদায়ে ৭ দিনের (জেল) সাজা প্রদান করা হয়। আটককৃত শরীফ খানী মহল্লার আমিনুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (২৫), দুলাল মিয়ার স্ত্রী নেহার বেগম (৩০), দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (২০), ইসলাম খাঁ’র ছেলে আরজাহান মিয়া (২৩), ইসলাম খা’র স্ত্রী মিনারা বেগম (৩০), মনু মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৮), শাহজাহান মিয়ার স্ত্রী রহিমা বেগম (২৮) কে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া, ইসলাম খাঁ’র পুত্র শাহজাহান ও আব্দুল আহাদ মিয়ার পুত্র দুলাল মিয়া কে ৭ দিনের জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com