স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে একই গ্রামের মন্নাফ মিয়ার পুত্র বাচ্চু মিয়া ও নবীগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র ওয়াদুদ মিয়াসহ ৩/৪ জন মিলে তার ঘরে প্রবেশ করে হাত-মুখ বেধে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা রফাদফার চেষ্টা করে। এদিকে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অপর একটি মামলায় ধর্ষিতার স্বামী ১ বছর ধরে হবিগঞ্জ কারাগারে আটক রয়েছে। এই ফাঁকে তার ওপর কুনজর দেয় বাচ্চু মিয়া। সে প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। বিষয়টি স্থানীয় মুরুব্বীদের জানালে বাচ্চু মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, এখনও অভিযোগ পাইনি। ফেলে ব্যবস্থা নেয়া হবে।