সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ফার্মেসীকে জরিমানা

বানিয়াচংয়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ফার্মেসীকে জরিমানা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নিবন্ধনহীন এক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ফার্মেসীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৪টি নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার ৬নং ইউনিয়নের কাগাপাশা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই কাগাপাশা বাজারে ‘কাগাপাশা ডায়াগনস্টিক সেন্টার’ খোলে ব্যবসা করে আসছিল একটি মহল। এতে প্রতারিত হচ্ছিলেন ভোক্তারা।

অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ও ড্রাগ লাইসেন্স ছাড়া মানব এবং পশুর ঔষধ বিক্রিসহ মেয়াদোত্তীর্ণ  ঔষধ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com