সংবাদ শিরোনাম :
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী
বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

ইয়াসিন আরাফাত মিল্টন, স্টাফ রিপোর্টার: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ খ্রি: উদ্যাপন উপলক্ষে গতকাল সকাল ১০ ঘটিকার সময় ১নং ইউপি কার্যালয়ে ঢাকা আহসানিয়া মিশন বানিয়াচং উপজেলার সৌহার্দ্য ওওও প্রোগ্রাম এর সহযোগীতায় ও ১নং উত্তর-পূর্ব ইউপি’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি মেম্বার মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর রিয়াদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা মেম্বার সফুরা বেগম ও সুজাতা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফিল্ড ট্রেইনার আবু সুফিয়ান, বানিয়াচং উপজেলা মডেল প্রেসক্লাব সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, ফিল্ড ট্রেইনার মারুফ হোসেন, লুৎফুন্নাহার স্বপ্না, আবু সিদ্দিক ফকির প্রমূূখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বানিয়াচং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়া ২নং উত্তর-পশ্চিম, ৩নং দক্ষিণ-পূর্ব, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে একই ভাবে বিশ^ নারী দিবস উদ্যাপন করা হয়। সেখানে বক্তব্য রাখেন, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মেম্বার হোসনে আরা, ফিল্ড ট্রেইনার আইরিন সুলতানা, রফিকুল ইসলাম, ৩নং ইউপি মেম্বার তৈয়ব আলী, টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, মনিরা আক্তার, আশরাফ উদ্দিন, ৪নং ইউপি মেম্বার মুক্তা রানী, টেকনিক্যাল অফিসার নুরুজ্জামান, খুশনাহার ও বদরুজ্জামান রনি। উক্ত ৪টি ইউনিয়নে ৩৮৫ জন নারী-পুরুষদেরকে নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও র‌্যালী করা হয়। বক্তাগণ বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে ঢাকা আহসানিয়া মিশন সৌহার্দ্য ওওও প্রোগ্রাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্বচ্চতা, জবাবদিহিতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে আহসানিয়া মিশন সৌহার্দ্য ওওও প্রোগ্রাম । তাদের কাজে এলাকাবাসী সন্তোষ্ট বলে বক্তাগণ উপস্থিত সকলের সামনে বিশদ ভাবে তোলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com