বানিয়াচং রাত্রীকালীন পাহারাদারদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করেন শেখ সেলিম ।

বানিয়াচং রাত্রীকালীন পাহারাদারদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করেন শেখ সেলিম ।

বানিয়াচং রাত্রীকালীন পাহারাদারদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করেন শেখ সেলিম ।

মোঃ সনজব আলীঃ বানিয়াচং বিভিন্ন জায়গায় রাত্রীকালীন পাহারাদারদের মধ্যে শীতবস্ত্র বিতরন। বিতরণ করেন বানিয়াচং সার্কেল এসপি শেখ সেলিম

উদ্যোগে অদ্য ৬/০২/২০২১ খ্রিঃ তারিখ রাতে ১২ ঘটিকার সময় হবিগঞ্জ বানিয়াচং আতুকুরহা সুবিদপুর দগাহমোরহ বোরহোবাজার নটুনবাজার এইসব জায়গায় হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা স্যার নির্দেশনা প্রায় ৫০ জন পাহারাদারদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। জনাব অতিরিক্ত বানিয়াচং সার্কেল এসপি জনাব শেখ মোঃ সেলিম, এইসব উপস্থিত  থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে বিতরণণ করেন। তিনি বলেন আমি বানিয়াচং সার্কেল অফিসার শেখ সেলিম আপনার সকল নাইটগার্ডদের উদ্দেশ্য বলেন, রাত্রীবেলা দোকান ও চা দোকান বন্ধ রাখার কথা বলেন সকল বলেন  যেইসব এলাকায় চুরি হয় রাত্রিকালীন আপনারা দোকান বন্ধ রাাখা কথা বলেবেন এটাই আমার প্রত্যাশা তারা রাত জেগে যে দায়িত্ব পালন করে তার জন্য ধন্যবাদ দেন। একই সাথে তাদের এই দায়িত্ব পালনকে একটি ইবাদত হিসেবে সওয়াবের কাজ বলিয়া জানান। নাইটগার্ডদেরকে সাহসের সাথে কাজ করার আহবান জানান। যে কোনো প্রয়োজনে অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ রাখার জন্য বলেন। রাত্রীবেলা থানার পুলিশ পাশে থেকে দায়িত্বপালনে সহযোগিতা করবে। পরে পুলিশ সুপার সকল নাইটগার্ডদের কম্বল বিতরণ করেন। রাতে জেগে পাহারা দেন । এই শীতের মধ্যে রাত জেগে পাহারা দিতে কষ্ট না হয় সেই জন্য আপনাদের জন্য প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করা হয় । উল্লেখ্য গত বছরও পুলিশ সুপার মহোদয় একইভাবে তাদেরকে শীতবস্ত্র বিতরন করেন। বক্তব্য শোনে দরিদ্র নাইটগার্ডরা আনন্দিত এবং আরো সাহসের সাথে তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেয়। সকলকে থানার অফিসারদের মোবাইল নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড দেওয়া হয়। পুলিশকে তথ্য দিন, সেবা নিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com