লোকালয় ২৪

বাণিজ্য বাধাগুলো প্রত্যাহার করা উচিত চীনের: ট্রাম্প

বাণিজ্য বাধাগুলো প্রত্যাহার করা উচিত চীনের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় মন্তব্য করেন, ‘চীন তাদের বাণিজ্য বাধাগুলো প্রত্যাহার করবে। কারণ এটাই হওয়া উচিত। ট্রাম্প আরও জানান, চীনের প্রধানমন্ত্রী আমার সব সময়ের বন্ধু। বাণিজ্য নিয়ে আমাদের মধ্যে কী চলছে তাতে কিছু আসে যায় না।’

বাণিজ্য আর শুল্ক আরোপ নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার পর গত রবিবার এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
টুইটে তিনি আরও বলেন, মেধাস্বত্ব নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তাহলে দুই দেশের ভবিষ্যৎই উজ্জ্বল হবে।’

ট্রাম্পের ৮ মার্চ সই করা এক আদেশে চীনসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যথাক্রমে ২৫ ও ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। জবাবে চীন চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যে নতুন করে শুল্ক বসায়। এসব পণ্যের মধ্যে ওয়াইন থেকে শুরু করে শূকরের মাংসও আছে। চীনা পণ্যের ওপর আরো ১০ হাজার কোটি ডলারের শুল্ক বসানো হবে বলে ট্রাম্প সতর্ক করার পর গত শুক্রবার মার্কিন শেয়ারবাজারে আবারও দরপতন হয়।