লোকালয় ২৪

বাউফলে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কর্মকর্তাসহ ৬ জনকে পিটিয়ে আহত

বাউফলে ফায়ার সার্ভিসের গাড়ী ভাংচুর ও কর্মকর্তাসহ ৬ জনকে পিটিয়ে আহত

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে দেরিতে পৌছানোর অভিযোগ তুলে বাউফল-দশমিনা ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্স এর গাড়ি ও কর্মকর্তাসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, বাউফল-দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ স্টেশন ম্যানেজার আলিম মোল্লা, চালক জসিম উদ্দিন, ফায়ারম্যান মোঃ মামুনও রশিদ, কনেস্টবল আব্দুর রশিদ ও সাইফুল ইসলাম ও জিয়াউল হক। শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

এ কর্মকর্তা সেলিম মোল্লা বাদি হয়ে বাউফল থানায় আজ শনিবার সকালে ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মদনপুরা গ্রামে শুক্রবার রাত নয়টার দিকে খরকুটায় আগুণ লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী সেখানে আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। এ সময় কুমারখালী বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। কুমারখালীর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের যেতে কিছুক্ষণ দেরি হওয়ায় স্থানীয় কতিপয় উশৃঙ্খল লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে একটি ফায়ার সাভিসের ব্যবহৃত একটি গাড়ি ভাংচুর করে এ ছয়জনকে পিটিয়ে আহত করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিস সহকারী পরিচালক গোলাম ফারুক বলেন, একই সময়ে আগুন লাগার ঘটনা ঘটনায় কর্মীদের দেরী হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি। দুর্বৃত্তদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে বাউফল মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সরকারী কাজে বাঁধাদান ভাংচুর ও মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।