অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ গায়েবের খবর ‘ভিত্তিহীন’ দাবি করেছেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তাঁর মতে, গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে– তা পুরোপুরি সত্য নয়। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের মধ্যে যোগাযোগ ঘাটতিতেই এই সঙ্কট। তবে বিষয়টি পর্যলোচনা করে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে– আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে রাখা স্বর্ণ গায়েবের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে, সকালে বাংলাদেশ গভর্নর ফজলে কবির ও সংশ্লিষ্ঠদের সঙ্গে বৈঠক শেষে, তিনি সাংবাদিকদের এসব বলেন। সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর নিজদফতরে অনুষ্ঠিত বৈঠকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব- ইউনুসুর রহমান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম, এনবিআরের সদস্য কালিপদ হালদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের দেয়া স্বর্ণ জমা রাখার সময় ৪০ শতাংশই ছিলো। কিন্তু ইংরেজি-বাংলার হেরফেরে সেটা ৮০ শতাংশ লিখে ভুলবশত নথিভুক্ত করা হয়েছিলো। ৮০ এবং ৪০-এ ক্লারিক্যাল মিস্টেক হয়েছে।