‘বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে’- রোহিত শর্মা

‘বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে’- রোহিত শর্মা

‘বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে’- রোহিত শর্মা
‘বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে’- রোহিত শর্মা

স্পোর্টস আপডেট ডেস্কঃ রবিবার রাতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে টানা ৮ ম্যাচে জয় পাওয়া পর এই প্রথম হেরে গেল ভারত। ম্যাচ শেষে রোহিত শর্মা তাই কৃতিত্ব দিলেন বাংলাদেশ দলকে সেই সাথে নিজেদের ভুলগুলোও তুলে ধরেছেন তিনি।

তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে। ওরা এখন অনেক বদলে গেছে। আমরা দেখেছি, ওরা কেবল নিজেদের দেশেই নয়, যখন বাইরে খেলতে গেছে, তখনও ভাল পারফর্ম করেছে, বিশেষ করে আমাদের বিপক্ষে। ওরা সব সময় আমাদের চাপে ফেলে দেয়।’

রোহিত শর্মা মনে করছেন, নিজেদের যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ। বিশেষ করে সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জানি ওদের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত। তবে এরপরও ওদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা যেকোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে। অঘটন বলব না, আমি বলব ওরা আমাদের হারাতে পারে। ওদের দলে এখন অনেক পরিণত ক্রিকেটার, লম্বা সময় ধরে খেলছে।’

রোহিত মনে করছেন, মাঠের কিছু ভুলই তাদের ম্যাচ থেকে ছিটকে ফেলেছে। বললেন, ‘এই স্কোর জয়ের মত ছিল। মাঠে আমরা ভুল করেছি কিছু। দলের কিছু খেলোয়াড় একটু কম অভিজ্ঞ।এই পরাজয় থেকে তারা শিখতে পারে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয়। রিভিউ নেওয়ায় আমরা কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com