বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লোকালয় ডেস্কঃ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে শিল্পকারখানা যেভাবে এগিয়ে চলছে, এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। বাংলাদেশ সারাবিশ্বে এখন একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

বুধবার (৬ জুন) নরসিংদীর শিবপুরের কামারগাঁওয়ে স্যামসাং মোবাইল ফ্যাক্টরি পরিদর্শন ও কোম্পানির ‘সুইচ অন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, স্যামসাং আমাদের দেশে, আমাদের গড়া, আমাদের পণ্য এ নিয়ে আমরা গর্ব করতে পারি। ২০০৮ সালে নির্বাচনের সময় বলা হত বাংলাদেশ ডিজিটাল হবে। আর আজকে শুধু মোবাইলে বাংলাদেশ ডিজিটাল নয়, বাংলাদেশ এখন মহাকাশে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সব ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি।

স্যামসাং অ্যান্ড ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং তাছলিম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি প্রধান সিউন উন ইউন, দক্ষিণ এশিয়া স্যামসাং ইলেক্টট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট সুন চুই, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, বিটিআরসির কমিশনার (এসএম) মো. আমিনুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com