সংবাদ শিরোনাম :
বাংলাঢোলের ব্যানারে তনিমা হাদীর ‘মালতীলতা’ মুক্তি

বাংলাঢোলের ব্যানারে তনিমা হাদীর ‘মালতীলতা’ মুক্তি

কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী।

পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান-ভিডিও নিয়ে এসেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কন্যা তনিমা হাদী। বাংলাঢোলের ব্যানারে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘মালতীলতা’ গানের মিউজিক ভিডিও।
মেলো ক্ল্যাসিক্যাল ধারার গানটির কথা লিখেছেন লিমন ও মামুন। এর সুর-সংগীত করেছেন রেজাউল করিম লিমন। সাদাত হোসাইনের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তানজিকা আমিন ও ইরফান সাজ্জাদ। বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি উপভোগ করা যাচ্ছে দেশের সবক’টি মোবাইল ফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এ প্রসঙ্গে নিউইয়র্ক প্রবাসী তনিমা জানান, আইয়ুব বাচ্চুর সুরে ২০০২ সালে তৈরি হয়েছিলো তার অভিষেক অ্যালবাম। সেটি বাজারে আসে গত বছর। এরপর কয়েকটি সিঙ্গেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরই একটি হলো ‘মালতীলতা’।
তনিমার আশা, নান্দনিক গানের শ্রোতাদের মনে দাগ কাটবে গানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com