সংবাদ শিরোনাম :
বন্যা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান

বন্যা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান

বন্যা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান
বন্যা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান

ঢাকা- দোষারোপের রাজনীতি পরিহার করে বন্যা মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ বর্তমানে রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে এবং চলমান এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বানভাসীকে মানুষকে রক্ষায় প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ।

ড. কামাল হোসেন বলেন, ‘এই ধরনের সমস্যার সময় সবাইকে নিয়ে বসা দরকার। বন্যাকবলিত এলাকার লোক, দেশের লোক— দলমত নির্বিশেষে সবাইকে এক সঙ্গে বসা দরকার। সব তথ্য একখানে এনে মূল্যায়ন করা দরকার।’

‘আমি মনে করি বন্যার জন্য অবশ্যই একটা জাতীয় সংলাপ অপরিহার্য। বন্যা কেন হয়, কিভাবে হয়, বন্যা থেকে বাঁচার জন্য করণীয় কী? এসব বিষয় চিহ্নিত করার জন্য একটা জাতীয় সংলাপ অবশ্যই প্রয়োজন’— বলেন প্রবীণ এই রাজনীতিক।

তিনি বলেন, ‘দেশে কার্যকর গণতন্ত্র নেই। গণতন্ত্রের মানে হলো— জনগণ দেশের মালিক। মালিককে সব কিছু জানাতে হবে। সব ধরনের তথ্য মালিককে দিতে হবে। মালিককে সব ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘সব ধরনের নীতিনির্ধারণী জায়গায় বন্যার কথা থাকে। বন্যা মোকাবেলায় যথাযথ বরাদ্দ, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা থাকে। কিন্তু সেগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না? সমস্যা নীতিনির্ধারণী পর্যায়ে নাকি বাস্তবায়নের জায়গায়? চলুন, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করি।‘

বন্যা মোকাবেলায় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, অন্যকে দোষারোপ করারে চেয়ে চিহ্নিত করি কারণগুলো। কোথায় ঘাটতি রয়েছে? কোন পর্যায়ে ঘাটতি রয়েছে? সিদ্ধান্ত বাস্তবায়নের জায়গায় যে লোকজন আছে, তাদের যা করার কথা তা তারা করছে কি না। চলুন, আমরা দলীয় সংকীর্ণতার জায়গা থেকে সরে আসি। পাল্টা-পাল্টি দোষারোপের জায়গা থেকে সরে আসি। কারণ, পাল্টা-পাল্টি দোষারোপের ফলে সমস্যা সমাধান কঠিন হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com