লোকালয় ২৪

বন্যায় ভারতে ১৬০০ জনের মৃত্যু

বন্যায় ভারতে ১৬০০ জনের মৃত্যু

গত জুন থেকে প্রবল বৃষ্টি ও  বন্যায় ভারতে এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সরকারের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছর বন্যা ও প্রবল বর্ষণে এক হাজার ৬৭৩ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেয়াল ও ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বন্যাসংক্রান্ত ঘটনায় ৩৭১ জন মারা গেছে। এই সংখ্যা দেশটির অন্যান্য রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে প্রবল বর্ষণের কারণে আট শতাধিক বাড়ি ও কৃষিজমি তলিয়ে গেছে।

ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়। চলতি বছর দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৫০ বছরের গড়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এছাড়া এবার বর্ষা মৌসুম অক্টোবর পর্যন্ত অর্থাৎ আরো এক মাস স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশ ও বিহারে ১৪৪ জন মারা গেছে।

বিহারের রাজধানী পাটনার বাসিন্দারা জানিয়েছেন, তাদেরকে কোমর-সমান পানি পার হয়ে প্রয়োজনীয় খাদ্য ও দুধ কিনতে হচ্ছে।

সোমবার ত্রাণকর্মীরা বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশিল মোদিকে তার পাটনার বাড়ি থেকে উদ্ধার করেছেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নৌকায় করে সুশিল ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে আনা হচ্ছে।