বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন

লোকালয় ডেস্কঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এছাড়াও স্যাটেলাইট বিশ্বের ভিআইপি ক্লাবে ৫৭ তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভূক্তির এই প্রকল্প ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্তদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শনিবার (১২ মে) সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় জাপার চেয়ারম্যান এরশাদ বলেন, ‘শুক্রবার(১১ মে) দিনগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ জাতির জন্য সম্মান ও গৌরবের’।

তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল পরিচালনায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে। পাশাপাশি দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোকে ভাড়া বাবদ বিশাল অংকের টাকা আর অন্যকোনো দেশকে দিতে হবে না। এছাড়া ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা নিশ্চিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে।

স্যাটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশকে সাহসী সিদ্ধান্ত বলেও মনে করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

‘এই উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণের দিনটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com