লোকালয় ২৪

ফের সমালোচনার মুখে অস্কার কর্তৃপক্ষ

ফের সমালোচনার মুখে অস্কার কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক : বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর অস্কার পুরস্কার ঘোষণার দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন সিনেমাপ্রেমীরা। কিন্তু বিগত কয়েক বছর ধরে নানা কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে অস্কার কর্তৃপক্ষকে। এর মধ্যে অন্যতম অভিযোগ বর্ণবাদী বৈষম্য।

কয়েকদিন পরই বসছে ৯১তম অস্কারের চূড়ান্ত আসর। এবারের অনুষ্ঠানে থাকছে কিছুটা পরিবর্তন। অস্কারের এবারের আসরে থাকবে না কোনো সঞ্চালক। অস্কারের ইতিহাসে গত ৩০ বছরে এবারই প্রথম এরকম ঘটনার সাক্ষী হবেন সিনেমাপ্রেমীরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন বিভিন্ন তারকারা। শুধু তাই নয়, অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতির সময় চারটি শাখায় পুরস্কার প্রদান করা হবে।

পশ্চিমা একটি সংবাদমাধ্যমের দেয়া তথ্যমতে, সেরা চিত্রগ্রাহক, সিনেমা সম্পাদনা, লাইভ অ্যাকশন শর্ট এবং মেকআপ ও চুলসজ্জার পুরস্কার প্রদান করা হবে বিরতির সময়। অ্যাকাডেমি প্রেসিডেন্ট জন বেইলি সম্প্রতি ই-মেইলের মাধ্যমে সদস্যদের এ পরিকল্পনা জানিয়েছেন। তবে এ পুরস্কার প্রদানগুলো অনলাইনে ও অস্কার ওয়েবসাইটে সরাসারি সম্প্রচার করা হবে বলে তিনি ব্যাখ্যা করেছেন।

অস্কার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন এ বছর মনোনয়ন পাওয়া শিল্পী ও তাদের সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তারা এ বিষয়ে তাদের বক্তব্য জানিয়েছেন।

চলতি বছর নেভার লুক অ্যাওয়ে সিনেমার জন্য মনোনয়ন জিতেছেন চিত্রগ্রাহক ক্যালেব দেসানেল। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমার কাছে এটি খুবই হতাশাজনক মনে হয়েছে। আশা করব, সায়েন্স-টেক (অ্যাকাডেমি অ্যানুয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) অ্যাওয়ার্ডের মতো অনুষ্ঠানের হবে না, যেখানে শুধু একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক হবে, মনে হবে তারা মূল পার্টির জন্য আমন্ত্রিত না। চিত্রনাট্য, পরিচালক, সম্পাদনা, সংগীত ও শব্দগ্রহণ বিভাগগুলোর আগে চিত্রগ্রহণ এসেছে। একজন ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের হাত ধরেই সিনেমা শুরু হয়।’

চলতি বছর রোমা সিনেমার জন্য একাধিক শাখায় মনোনয়ন জিতেছেন আলফনসো কুয়ারন। বিষয়টির সমালোচনা করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘সিনেমার ইতিহাসে শব্দ, রঙ, গল্প, অভিনেতা ও সংগীত ছাড়া অনেক মাস্টারপিস রয়েছে। কিন্তু চিত্রগ্রহণ ও সম্পাদনা ছাড়া কোনো সিনেমা নেই।’

অস্কারজয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরো বলেছেন, ‘অস্কারে কোন বিভাগ বাদ দেয়া উচিৎ তা নিয়ে কোনো পরামর্শ দেয়ার প্রয়োজন মনে করছি না কিন্তু আমাদের শিল্পে চিত্রগ্রহণ ও সম্পাদনা হৃদপিন্ডের মতো। থিয়েট্রিক্যাল বা সাহিত্য থেকে এটি পাওয়া নয়। এগুলোর অর্থই সিনেমা।’

আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার্সের সভাপতি কীস ভন ওসট্রাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সৃজনশীল কাজের ভিত্তিকে ছোট করা এই সিদ্ধান্তটিকে সৃজনশীল কাজের মধ্যে বৈষম্য হিসেবে গণ্য করা যেতে পারে।’

কস্টিউম ডিজানইনার গিল্ডের এক্সিকিউটিভ ডিরেকটর র‌্যাচেল স্ট্যানলে বলেন, ‘আমি মনে করি, সৃজনশীল চার বিজয়ীকে বিজ্ঞাপন প্রচারের সময় পুরস্কার প্রদানে অস্কার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এতে করে মনোনয়নপ্রাপ্ত ও বিজয়ীদের মূল্যায়ন কমে যাবে। সৃজনশীল কাজের ওপর এটি আরেকটা চপেটাঘাত।’

আমেরিকান সিনেমা এডিটরস অর্গানাইজেশন এবং মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট গিল্ড এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি। সমালোচান প্রসঙ্গে অস্কার কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেননি বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের এবারের আসর।