লোকালয় ২৪

ফের শাহবাগ অবরোধ

ফের শাহবাগ অবরোধ

সরস্বতী পূজার দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বন্ধ করার দাবিতে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। শাহবাগ অবরোধ করার কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে।

এর আগে গতকাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারিখ পেছানোর দাবিতে শাহবাগ মোড়ও অবরোধ করেন ঢাবি শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা চাইলে নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা সেটি করেনি। এদিকে, হাইকোর্ট নির্বাচন যথাসময়ে করার ঘোষণা দেয়। আমরা কমিশনের প্রতি দাবি জানাই, নির্বাচন যেন পিছিয়ে দেয়া হয়। অন্যথায়, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন‌্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা হবে।