সংবাদ শিরোনাম :
ফের বাড়ল সোনার দাম: ভরিতে ১ হাজার ২২৫ টাকা

ফের বাড়ল সোনার দাম: ভরিতে ১ হাজার ২২৫ টাকা

আবারও বাড়ল সোনার দাম। ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় বাজুস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমায়। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।
এদিকে ওয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সর্বশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।
বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে কাটছে ডলার সংকট। এতে খোলাবাজারে কমে আসছে ডলারের দাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com