লোকালয় ২৪

ফের ‘নিষিদ্ধ বোমা’ ফেললো মার্কিন জোট

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে আবারও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলেছে মার্কিন সামরিক জোট। শনিবার প্রদেশের ছোট শহর হাজিনে এ বোমা ফেলা হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে জানা যায় নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দেইর আয-জোরের হাজিনে মার্কিন জোটের ফসফরাস বোমা ফেলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে সিরিয়া সরকারের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

শুধু সিরিয়া নয় এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা মার্কিন জোটেরও কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে সিরিয়ার মিত্র দেশ রাশিয়াও এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর একই শহরে হোয়াইট ফসফরাস বোমা ফেলেছিল মার্কিন দুটি এফ-১৫ বিমান। এতে সেখানে ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছিলেন রাশিয়ার সমন্বয় কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ভ্লাদিমির শাভচেঙ্কো।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ফসফরাস-সমৃদ্ধ সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। ১৯৪৯ সালে জেনেভা কনভেনশনের স্বাক্ষরিত এক সম্পূরক প্রটোকলে তা নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে সিরীয় শহর রাকায় মার্কিন বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) জানিয়েছিল, মার্কিন জোট ইরাক ও সিরিয়ায় সাদা ফসফরাস-সমৃদ্ধ বোমা মোতায়েন করছে। এই বোমার ব্যবহার সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদি মারাত্মক ক্ষতি বয়ে আনবে।