ফেব্রুয়ারি আরও দুটি শৈত্যপ্রবাহ, মাসের শেষ বজ্রঝড়ে
লোকালয় ডেস্ক :: সিলেটসহ সারা দেশে ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে মৃদু থেকে মাঝারি ধরনের এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর মাসের শেষ ভাগে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে।
এ মাসের দীর্ঘমেয়াদী কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৭৫ থেকে ৩.৭৫ মিলিমিটার এবং গড় সূর্যের আলো ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।
Leave a Reply