ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া ভারতীয় গরু ফেরত দিল বিজিবি
ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের চুরি হওয়া গরু উদ্ধার করে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী গোরকমন্ডপ গ্রামের কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্ত অতিক্রম করে ভারতীয় নাগরিক কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আবর আলীর ছেলে মফিজ উদ্দিনের বাড়ী থেকে ১টি গরু চুরি করে বাংলাদেশে নিয়ে আসে। গরু চুরির বিষয়টি ভারতীয় নাগরিক মফিজ উদ্দিন খারিদাহরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানালে বিএসএফ গত শনিবার সকালে গোরকমন্ডপ বিজিবি ক্যাম্পে গরু ফেরত চেয়ে পত্র প্রেরণ করে।

বিএসএফের পত্র পেয়ে বিজিবির সদস্যরা স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে গত মঙ্গলবার রাতে চুরি হওয়া গরুটি উদ্ধার করে। পরে বুধবার সকাল সাড়ে ৯ টায় গোরকমন্ডপ সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৫ নং সাব পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া গরু ফেরত দেয় বিজিবি। পরে বিজিবি ও বিএসএফের সদস্যরা ওই ভারতীয় নাগরিকের হাতে গরুটি হাতে তুলে দেয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ও ভারতের পক্ষে ৩৮ বিএসএফের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর বিপি সিং নেতৃত্ব দেন।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com