সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনি প্রতিরোধ-কন্যা আহেদ তামিমিকে এরদোয়ানের ফোন

ফিলিস্তিনি প্রতিরোধ-কন্যা আহেদ তামিমিকে এরদোয়ানের ফোন

ফিলিস্তিনি প্রতিরোধ-কন্যা আহেদ তামিমিকে এরদোয়ানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : দুই ইসরায়েলি সেনাকে চড় মারায় আট মাস কারাবরণ শেষে রোববার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ-কন্যা আহেদ আল-তামিমি। মুক্তির পর পরই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

বিধিনিষেধ থাকায় নাম না প্রকাশ করে প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় বীরত্বপূর্ণ ও দৃঢ়প্রত্যয়ী মনোভাবের জন্য আহেদ তামিমির ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। খবর: আনাদোলু এজেন্সি।

ফোনে আহেদ তামিমি ও তার পরিবারের ন্যায্য লড়াইয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের জনপ্রিয় এই প্রেসিডেন্ট।

পরে আহেদ তামিমি আনাদোলু এজেন্সিকে বলেন, ‘তার ফোনকল আমাদের জন্য অনেক বড় সমর্থন। সবসময় আমাদের পাশে থাকায় প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের জনগণকে ধন্যবাদ জানাই।’

ফিলিস্তিনের এই প্রতিরোধ-কন্যা আরও বলেন, ‘(ইসরায়েলি) দখলদারিত্ব প্রতিরোধে যারা আমাদের সমর্থন করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

পুনরায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে আহেদ তামিমি বলেন, ‘যারা দখলদারিত্ব প্রতিরোধে পথ বেছে নিয়েছেন, তাদের সবার গ্রেপ্তার হওয়ার শঙ্কা আছে এটা আমি জানি।’

বাড়িতে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তারের সময় দুই ইসরায়েলি সেনাকে চড়ে মেরে ফিলিস্তিনিদের প্রতিরোধ লড়াইয়ের আইকনে পরিণত হন তামিমি। শিশু বয়সেও ইসরায়েলি সেনাদের প্রতি মুষ্টিবদ্ধ হাত প্রদর্শন করে সবার নজর কাড়ে সে। তুরস্কে এরদোয়ানের সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com