লোকালয় ২৪

ফিলিপাইনের জালে ৯ গোল বাংলাদেশের

ফিলিপাইনের জালে ৯ গোল বাংলাদেশের

স্পোর্টস আপডেট ডেস্ক-  টানা দুই ম্যার হারের পর ইনডোর এশিয়া হকি কাপের তৃতীয় ম্যাচে যেন টানার হারের ক্ষোভটা ঝাড়লো বাংলাদেশ। ফিলিপাইনের জালে গুনে গুনে ৯টা গোল দিয়েছে জিমি-শিতুলরা।

থাইল্যান্ডের চোনবুড়িতে বুধবার সকালে বাংলাদেশ সময় ৯টায় শুরু হওয়া ম্যাচে ফিলিপাইনকে ৯-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই উড়ন্ত প্রথম জয়ে এশিয়া কাপের সেমি খেলার স্বপ্ন জিইয়ে রইলো লাল-সবুজদের।

এর আগের ম্যাচ ইরানের কাছে জিমি-শিতুলরা হেরেছে ৮-০ ব্যবধানে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ ব্যবধানে অনভিজ্ঞ জিমি-শিতুলরা। তার পরের ম্যাচেই যেন জ্বলে উঠেছে তারা।

তবে, প্রত্যাশিতভাবেই আগের দুটি ম্যাচে হেরেছে লাল-সবুজরা। দুটিই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। মালয়েশিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পদকজয়ী। আর ইরান বর্তমান চ্যাম্পিয়ন। সাতবারের চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে আগের ম্যাচের তুলনায় ভালোই খেলেছিল বাংলাদেশ।

সেই দুই ম্যাচের হারের অভিজ্ঞতাকে ফিলিপাইন ম্যাচে কাজে লাগিয়েছেন কোচ হামিদ রেজা বোখারী কাশির শিষ্যরা।