লোকালয় ২৪

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এদিকে একই জেলার নগরকান্দার তালমার মোড় নামক স্থানে মা মেয়েসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু ও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ধুলদী ও বিকাল ৩ টার সময় তালমার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে বরিশাল গামী কমফোর্ট লাইন পরিবহণের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ফরিদপুরে নগরকান্দার তালমা মোড় নামক এলাকায় আরকে ট্রাভেলস নামে আর একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-সন্তান মারা যায়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।

ফরিদপুরের ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানাবো।