বিনোদন ডেস্কঃ ময়না পাখির ছোট্ট দীঘি আর ক’দিন পরই স্কুল পাশ করতে যাচ্ছেন। ধানমন্ডির স্ট্যামফোর্ড স্কুলের দশম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ছেন দীঘি।
এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা নিয়ে তুমুল ব্যস্ত। শোবিজে কোনো কাজ হাতে রাখেন নি। শোবিজ নিয়ে চিন্তা ভাবনাও আপাতত নেই। বাবাও চান না তিনি এখন কোনো কাজ করুক।
পড়াশোনা ব্যস্ততার ফাঁকে দীঘিকে দেখা গেল ঢাকার অদূরে সাভারের একটি পিকনিক কেন্দ্রে।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর ফ্যামিলি ডে অনুষ্ঠিত সাভারের গেন্ডা এলাকার স্পন্দন পিকনিক স্পটে। সেখানেই বাবা সুব্রত’র সাথে উপস্থিত হন দীঘি।
দীঘি বলেন, পড়াশোনা নিয়ে এখন আমি ব্যস্ত। লাস্ট স্কুল ফাইনালে ফিজিক্স কেমিস্ট্রিতে একটু নম্বর কম ছিল, সেসব নিয়ে চিন্তিত। এজন্যই বই নিয়েই আমার ব্যস্ততা।
দীঘি বলেন, আব্বু আমাকে নিয়ে এলো, সব সাংবাদিক আংকেলরা আমাকে অনেক স্নেহ করেন। এজন্য চলে এসেছি।