লোকালয় ২৪

প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে ইনুর পরাজয় নিশ্চিত করা হবে: স্থানীয় আওয়ামী লীগ

প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে ইনুর পরাজয় নিশ্চিত করা হবে: স্থানীয় আওয়ামী লীগ

লোকালয় ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আবারও প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

৩ নভেম্বর, শনিবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে ভেড়ামারা পৌর আওয়ামী লীগের উদ্যোগে ভেড়ামারা বাসস্ট্যান্ডে এক জনসভায় ইনুকে প্রতিহত করার ঘোষণা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, ‘জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কোনো অবস্থাতেই নৌকা মার্কার প্রার্থী পদে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দলের কাউকে স্বতন্ত্র প্রার্থী পদে দাঁড় করিয়ে ইনুর পরাজয় নিশ্চিত করা হবে।’

ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সাইফুল ইসলাম রানা, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ।

গত ২৮ অক্টোবর মিরপুর ও ভেড়ামারা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ সভায় ইনুকে বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

এ ঘটনার পরে ৩১ অক্টোবর জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাসদের নেতারা আওয়ামী লীগকে ৪০ আসনে হারানোর হুমকি দেন।